বাস র্টামিনালে সেলিম ওসমান ,আমার কোন মান সম্মান নেই

528

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)আসনের সাংসদ সেলিম ওসমান বলেন, আমি এক সময় ড্রাইভার, মুরগিওয়ালা ছিলাম। সেই সাথে ফেরিওয়ালা ছিলাম। আমার কোন মান সম্মান নেই। একজন ড্রাইভার, মুরগিওয়ালার আবার কিসের মান সম্মান।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস র্টামিনালে জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্যেগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসব পরিবহনের চেয়ারম্যান শহিদুল্লাহ।
সেলিম ওসমান বলেন, আমি যদি একজন ড্রাইভার হয়ে ৬ বার সিআইপি পেতে পারি, তাহলে আপনারাও একদিন আমার জায়গায় আসতে পারেন। যাদের গোলামি করব তাদের সাথে সরাসরি কথা বলব। আমি এখানে বাসের ড্রাইভার ও হেল্পারদের কাছে আসছি। তারা যে কতুটুকু পরিশ্রম করে, সেটা আমি জানি। কারন একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারের কষ্ট বুঝে।
ধানের শীষের প্রার্থী আকরামকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি ২০১৪ সালে উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস নিয়ে আমার সাথে নির্বাচন করেন। তার সেটাও পচে গেল। আর এখন নিলেন ধান। সে এখন চিটা ধান নিয়ে আসছেন। খাঁটি ধান নিয়ে আসলে একটা কথা ছিল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বাবলী, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, , নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান,শ্রমিক লীগের নেতা মাঈন উদ্দিন বাবুল, আবু তাহের সহ আরো প্রমূখ।আমার কোন মান সম্মান নেই: সেলিম ওসমান
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বাবলী, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন,নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান,শ্রমিক লীগের নেতা মাঈন উদ্দিন বাবুল, আবু তাহের সহ আরো প্রমূখ।