সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নাসিক ৩ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জে নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামীলীগ নেতা তোফয়েল হোসেন গণসংযোগ করেছেন। গতকাল শনিবার সকালে আওয়ামীলীগ নেতা তোফায়েল হোসেনের নেতৃত্বে ৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় পুরুষ এবং নারী কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নারায়ণগঞ্জ-০৪ আসনের নৌকার প্রার্থী একেএম শামীম ওসমানের জন্য ভোট চান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোফায়েল হোসেন নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জসহ বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরছেন ভোটারদের কাছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার নারায়ণগঞ্জে প্রাণ প্রিয় নেতা একেএম শামীম ওসমান বিপুল ভোটে জয় লাভ করবেন বলে জানান তোফায়েল হোসেন। তোফায়েল হোসেন বলেন, সাংসদ শামীম ওসমান একজন কর্মী বান্ধব নেতা। শামীম ওসমান সবসময় নারায়ণগঞ্জকে একটি আধুনকি শহর হিসেবে গড়তে চেষ্টা করে যাচ্ছেন। অভিশপ্ত ডিএনডির জলাবদ্ধতার কারনে নারায়ণগঞ্জের মানুষ অনেক কষ্ট করতে হয়েছে। সেই ডিএনডির অভিশাপ থেকে মানুষকে মুক্ত করেছেন শামীম ওসমান। তোফায়েল আরো বলেন, গত দশ বছরে নারায়ণগঞ্জের উন্নয়নে এমপি শামীম ওসমান সাড়ে সাত হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। শামীম ওসমানকে বিজয়ী করতে ৩০শে ডিসেম্বর সারা দিন রাজপথে আছি এবং থাকবো। ৩০শে ডিসেম্বর শামীম ওসমানের প্রতীক নৌকায় ভোট দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নকে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান তোফায়েল হোসেন।