আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

627

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়নগঞ্জ আাড়াইহাজার উপজেলার প্রেসক্লাবের সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার সম্পাদক আলম খানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূল্যক মামলা দেওয়ায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় আড়াইহাজার বাজার হাজী খোরশেদ আলম সুপার মার্কেট প্রেসকাব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এফরান আলী।
ঐ সময় প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, গত ৮ই ডিসেম্বর ২০১৮ইং সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলম খানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ভাবে যে মামলা দেওয়া হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। কারণ হলো সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার স্টিকার গাড়ীতে ব্যবহার করায় এই মামলা দেওয়া হয়েছে। এসময় প্রেসক্লাবের অর্থসম্পাদক সেলিম রেজা বক্তব্যে বলেন, উপজেলার নরন্দী এলাকার নাসির উদ্দিনের ছেলে সুমন(৩০) সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কাজ করে, সুমন তার রেন্টিকার প্রাইভেট গাড়ীতে আমার কণ্ঠ পত্রিকার স্টিকার ব্যবহার করে। গেল ৭ই ডিসেম্বর সন্ধ্যার পর সুমন তার ব্যবহারিত প্রাইভেট কার নিয়ে ঢাকা যাওয়ার সময় কালীবাড়ী সত্যভান্দী এলাকায় গেলে টহলরত পুলিশ গাড়ীটি সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল অবমাননা করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশের গাড়ী দিয়ে সুমনের গাড়ীটি সহ ধাওয়া দিয়ে আটক করে। ঐসময় এক পর্যায়ে টহলরত পুলিশের সাথে কথা কাটা-কাটি হলে আশেপাশের লোকজন জড়ো হলে থানা পুলিশ সুমন কে আটক করে নিয়ে আসে। আটকের ২দিন পর সুমনকে মামলা দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করে। ঐ ষড়যন্ত্র মামলায় আলম খানকে ষড়যন্ত্র মূল্যক আসামী করে। এই নিয়ে আমরা এর তিব্র প্রতিবাদ করছি। ঐসময় আরে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ক্রিড়া সম্পাদক সোহেল মিয়া, মামুন, সাহিল সারোয়ার, নুরল ইসলাম সরকার, ওবাইদুল কবির আল-আমিন প্রমূখ্য।

ঐসময় এলাকার শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গুণীজনরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভার পরিচালণা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।