সামসুল আলম তুহিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মহাজোট প্রার্থী জননেতা লিয়াকত হোসেন খোকা এম পি, উন্নয়নের বার্তা নিয়ে ভোটের মাঠে প্রতিটি ভোটারের হাতে লাঙ্গল মার্কার প্রতিক সংবলিত লিফলেট বিতরণ করছেন। রোববার তিনি কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাঙ্গলের মিছিল নিয়ে প্রতিটি ভোটারের হাতে লাঙ্গল মার্কার প্রতিক সংবলিত লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.সামসুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদ মেম্বার মোস্তাফিজুর রহমান মাছুম, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবুসহ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া, মনারবাগ, খংসারদী, হারিয়া, নতুনপাড়া, রামগঞ্জ, উলুকান্দি ও আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা। এলাকাবাসী দলমত নির্বিশেষে সাধারণ ভোটাররা লিয়াক হোসেন খোকাকে আবারও এমপি নির্বাচিত করার ঘোষনা দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ সামছুল ইসলাম ভ‚ঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদ মেম্বার মোস্তাফিজুর রহমান মাছুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদ মেম্বার ও সোনারগাঁ উপজেলা মহিলা লীগের সভাপতি এ্যাঃ নুরজাহান, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু নাইম ইকবাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, আওয়ামীলীগ নেতা বাসেদ মেম্বার, মল্লিক হোসেন হিরু, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাষ্টারসহ মহাজোটের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে উন্নয়নের বার্তা নিয়ে নির্বাচনী প্রচারনার জন্য পৌরসভাসহ উপজেলার বারদী ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত ঘরে ঘরে গিয়ে মহাজোটের মনোনীত প্রার্থী জননেতা লিয়াকত হোসেন খোকার জন্য ভোট চাইছেন তার সহধর্মিনী ডালিয়া লিয়াকতসহ মহাজোটের নেত্রীবৃন্দ। মহাজোট সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় ও অসমাপ্ত কাজ সমাপ্ত করা ও সরকারের পরবর্তী উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রæতি নিয়ে নির্বাচনে লাঙ্গলে ভোট চাওয়া শুরু করেছেন খোকা। গত ১০ ডিসেম্বর প্রতিক বরাদ্দ পেয়ে ১১ ডিসেম্বর সোনারগাঁ পৌরসভা এলাকায় মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেন তিনি। এরপর বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতিকে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন জাতীয় পার্টির এই নেতা। নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে সোনারগাঁ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা এলাকায় মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরন করতে দেখা গেছে খোকার সমর্থকদের। ভোটের মাঠে এবারই নির্বাচনে ভোট চাইতে প্রথমবারের মত জনগনের মুখোমুখি হচ্ছেন খোকা।
তবে প্রথমবারের মত ভোটের মাঠে হলেও রাজনীতিতে খোকার আগমন নতুন নয়। রাজনীতির সিড়ি পাড়ি দিয়ে দলের একটি গুরুত্বপুর্ণ পদে অধিষ্ঠিত হন তিনি। সেই হিসেবে রাজনীতিতে টিকে থাকার কৌশল ভালই বোঝেন খোকা। রাজনিিীতর কৌশল হিসেবে তিনি আগে থেকেই সোনারগাঁয়ের ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের নিয়ে গঠন করেন জনপ্রতিনিধি ঐক্য ফোরাম। এই জনপ্রতিনিধি ঐক্য ফোরামের ইউনিয়ন চেয়ারম্যন, মেম্বার. পৌর মেয়র এবং কমিশনাররা তার পক্ষে নির্বাচনী প্রচারনার একটি বড় অংশ হিসেবে কাজ করছে। তাছারা মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামীলীগের একটা বিরাট অংশ তার সাথে মাঠে নেমেছে। এরই মধ্যে খোকার পক্ষে নির্বাচনী প্রচারণায় নামার ঘোষণা দিয়েছে সোনারগাঁ থানা আওয়ামীলীগ।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে কাজ করার ঘোষনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ১২ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের এক কর্মী সভায় মহাজোটের প্রার্থী বর্তমান সফল সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে জনসমর্থন দিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এছাড়াও মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে সমর্থন জানিয়ে লাঙ্গলের পক্ষে গণসংযোগ শুরু করেছে উপজেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা। সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে তারা একথা জানান।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনে প্রচারনায় এগিয়ে আছেন নারায়ণগঞ্জ-৩ আসনের মহাজোটের মনোনয়নপ্রাপ্ত জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা। তবে বিএনপি মনোনিত প্রার্থী মান্নান এ আসনে থাকলেও নির্বাচনের তাদের বড় বাঁধা হিসেবে থাকবেন ¯^তন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল-কায়সার। মহাজোট থেকে মনোনয়ন পাবার পরেও সোনারগাঁয়ের তৃনমূল নেতাদের মন জোগাতে পারেনি জাপার লিয়াকত হোসেন খোকা। এদিকে সোনারগাঁয়ের আওয়ামী লীগ, তৃনমূল নেতা-কর্মীরা ¯^তন্ত্র প্রার্থী কায়সারের দিকেই ঝুঁকে আছেন। তারা প্রত্যয় ব্যক্ত করেছেন যে সোনারগাঁ আসনটিতে কায়সারকেই নির্বাচিত করবেন। নির্বাচনী প্রচারনায় প্রতিনিয়ত কায়সার সোনারগাঁয়ের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন শত শত কর্মীদের নিয়ে। ভোট চাইছেন সিংহ মার্কায়, জনগনকে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রæতি। ধানের র্শীষ ও লাঙ্গলের মনোনিত প্রার্থীরা প্রচারনা চালালেও কায়সারের মতো কর্মীদের মাঠে দেখা যাচ্ছেনা। তবে মহাজোট থেকে লাঙ্গলকে মনোনয়ন দেয়া কিছু সংখ্যক আওয়ামী লীগ কর্মীদের দেখা মিলছে লিয়াকত হোসেন খোকার সাথে। ধানের শীষ প্রচারনায় নামলেও এখনো এক হতে পারেনি সোনারগাঁয়ের সকল তৃনমূল নেতারা। তবে কে হতে যাচ্ছেন সোনারাগাঁয়ের নির্বাচিত সাংসদ জাতীয় একাদশ নির্বাচনে তা দেখার জন্য অপে¶া করতে হবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে ইতিপূর্বে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে একমাত্র লিয়াকত হোসেন খোকা ছাড়া সকলেই তাদের আখের গুছাতে ব্যস্ত ছিলেন। সারা সোনারগাঁয়ের প্রতিটি গ্রামে এমপি খোকার উন্নয়নের ছোঁয়া রয়েছে। তিনি সংসদ সদস্য হয়ে এপর্যন্ত কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেননি, কারও সম্পদ জোরপূর্বক দখল করেননি, তার হাতে বিরোধী দলীয় নেতাকর্মীরা কোন দিন নির্যাতিত হয়নি, সবচেয়ে বড় গুন হলো তার নিজস্ব কোন সন্ত্রাসী বাহিনী নেই। যেকোন সময় যেকোন মানুষের প্রয়োজনে তার সাথে কোন অনুমতি ছাড়াই দেখা করে সুখ দূঃখ ভাগ করে নেয়া যায়। তাই এমপি খোকা আমাদের সোনারগাঁবাসীর জন্য জননেতা। উপজেলার সনমান্দী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের চরলাল, গিরদান, ঈমানেরকান্দীসহ বিভিন্ন এলাকায় গনসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মারবদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন।
অপরদিকে রোববার সোনারগাঁ পৌসভায় লাঙ্গল প্রতিকে গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু নাইম ইকবাল। সব মিলিয়ে ভোটের রাজনীতিতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নির্বাচনে মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকার পাল্লাই ভারী হয়ে উঠছে।
সবশেষে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতিকে মাঠে থাকলেও আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীরা শেষ পর্যন্ত মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষেই মাঠে নামবেন এমন দাবী খোকার সমর্থকদের।