আলামত আত্মসাতের দায়ে রূপগঞ্জ থানার ওসি প্রত্যাহার

466

সময়ের চিন্তা ডট কমঃ প্রতারণার মাধ্যমে আদালতে মিথ্যা তথ্য দিয়ে আলামত আত্মসাত করার অভিযোগে রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হককে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশে রূপগঞ্জ থানা থেকে তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার পরিবর্তে স্থলাভিষিক্ত রূপগঞ্জ থানার ওসি তদন্ত মাহমুদুল দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
জানা যায়, গত বছরের ২২ মে র‌্যাব-১ এর একটি দলের সাথে বন্দুক যুদ্ধে আড়াইহাজার থানাধীন সাতগ্রাম ইউনিয়নের শিমুলতলীর দেবই এলাকায় গাজীপুরের টঙ্গি এলাকার আশরাফ খানের ছেলে মাদক ব্যবসায়ী বাচ্চু খান নিহত হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব বাচ্চু খানের ব্যবহৃত নিশাত এক্সট্রেইল জিপগাড়ি (ঢাকা মেট্রো-ঘ: ১৮-০১১২) সহ ৯ হাজার ৮৩০ পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন। এ ঘটনায় পরের দিন র‌্যাব-১ এর অফিসার খালেদ হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন এবং আলামতগুলো জব্দমূলে থানায় জমা দেন। পরবর্তীতে গত জুলাইয়ে বাচ্চু খানের মা ফুলেছা খাতুন গাড়ি আনতে আড়াইহাজার থানায় গেলে ওসি মোহাম্মদ আব্দুল হক তার কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ফুলেছা বেগমের।
এদিকে ওসি আব্দুল হকের রূপগঞ্জে বদলি হয়ে যাবার পর ফুলেছা খাতুন আড়াইহাজার থানায় গিয়ে জানতে পারেন ওসি গাড়িটি সঙ্গে করে নিয়ে গেছেন। তিনি খোঁজ নিয়ে আরো জানতে পারেন গাড়িটি যে শো-রুম থেকে ক্রয় করেছেন একই শো-রুমের ভূয়া কাগজপত্র তৈরি করে তিনি আদালতে তার মামাশ্বশুর মো. মাসুদ রানাকে মালিক সাজিয়ে গত বছরের ২৪ জুলাই গাড়িটি নিজের করে নেন এবং বিআরটিএ এর কাছ থেকে রেজিস্ট্রেশন করান। এ ঘটনায় চলতি বছরের ২৮ ফেব্রæয়ারি ফুলেছা খাতুন বাদি হয়ে আমালত তসরুপ করার অভিযোগে ৪ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের নির্দেশে রূপগঞ্জ থানা থেকে মোহাম্মদ আব্দুল হককে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর রূপগঞ্জের ওসি মো. মনিরুজ্জামানকে প্রত্যাহার করে নেয়া হয়। তার স্থলে দায়িত্ব পান আড়াইহাজার থেকে প্রত্যাহার হওয়া ওসি আব্দুল হক।