সোনারগাঁয়ে কালাম, নাঈম ইকবালসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

482

তৌরব হোসেনঃ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থী, ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
বুধবার (৬ মার্চ) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সোনারগাঁ উপজেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউর রহমান এ ঘোষনা দেন।
যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন ও ¯^তন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম। ¯^তন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল, বাবু ওমর, শাহ আলম রূপন ও জাহাঙ্গীর হোসেন ভ‚ঁইয়া। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার ফেন্সী, নাসিমা আক্তার, ফরিদা পারভীন (শ্যামলী) ও হেলেনা আক্তার। বৈধ প্রার্থীদেরকে আগামী ১৪ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান প্রার্থী রহমতউল্লাহ, ভাইস চেয়ারম্যান প্রার্থী নেকবর হোসেন নাহিদ, মনির হোসেন, শেখ ফরিদ ও শাহজালাল। তারা নির্বাচনে অংশ নিতে চাইলে আগামী ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন।