উপজেলা নির্বাচনকে ঘিরে কাউকে কোন প্রকারের অরাজকতা করতে দেয়া হবে না-হারুন অর রশীদ

460

সময়ের চিন্রা ডট কমঃ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, উপজেলা নির্বাচনকে ঘিরে কাউকে কোন প্রকারের অরাজকতা করতে দেয়া হবে না। এই নির্বাচনকে ঘিরে কেউ সংসদ নির্বাচন করে যাবেন সেটা হবে না। এই কথা ভুলে যান।
১০ই মার্চ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন জেলা আইনশৃক্সখলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মানুষ তার ভোটাধিকার শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করবে। এজন্য যা যা করার প্রয়োজন তা আমরা করবো। নির্বাচনের সময় এমপি, মন্ত্রীদের নিজ এলাকায় অবস্থান করবেন কিনা সেটিও তাদের জানিয়ে দেয়া হবে।
এসপি আরও বলেন, নৌপথে দৈনিক লাখ লাখ টাকা তোলা হচ্ছে। নৌপথে চাঁদাবাজি রোধ করার জন্য এক মন্ত্রীর সাথে আমার ঝগড়া করতে হয়েছে। কাগজপত্র ব্যতিরেকে নৌপথে প্রতিদিন লাখ লাখ টাকার এসব চাঁদাবাজি হচ্ছিল। চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েই চলছিল। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রীর সাথেও কথা হয়েছে। অবশেষে আমরা সেই চাঁদাবাজি বন্ধ করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, এই জেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। বন্দর, ফতুল্লা, রূপগঞ্জ সব স্থানে মাদক ব্যবসা হচ্ছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। কোন রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এরা এই মাদক ব্যবসা চালিয়ে যাবে তা হতে দেব না।
জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) জসিম উদ্দন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রাণী সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পিপি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও নাগরিক সমাজের ব্যক্তিবর্গ।