ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

476

নিজস্ব প্রতিনিধিঃ ফতুল্লায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (১১ মার্চ) দুপুরে ফতুল্লা দাপাইদ্রাকপুর এলাকার পাইলট স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মো. সোহান, রওশন ও লালচাঁন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই আরিফুর রহমান বলেন, ‘এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে আজ দুপুর বেলা দাপাইদ্রাকপুর এলাকার পাইলট স্কুলের সামনে থেকে ৫৫ পিস ইয়াবাসহ সাহান, রওশন ও লালচাঁনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।