রূপগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

391

সময়ের চিন্তা ডট কমঃ রূপগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিল সহ মো. বাবুল মিয়া (৩০) ও মো.এখলাস হোসেন (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।
সোমবার (১১ মার্চ) ভোর সাড়ে ৬টায় রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ সময় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর সহকারি পুলিশ সুপার মো.নাজমুল হাসানের ¯^াক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি এখলাস হোসেন দৌলতপুর কুষ্টিয়ার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকা থেকে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন কৌশলে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী সহ এর আশপাশ এলাকায় সরবরাহ করে আসছে। এখলাস হোসেন পেশায় একজন গার্মেন্টস কর্মী। চাকুরির ফাঁকে ফাঁকে সে ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।