টানবাজারে দেশীয় মদসহ গ্রেফতার ১

433

নিজস্ব প্রতিনিধিঃ নগরীর টানবাজার এলাকা থেকে ২০ লিটার দেশীয় মদসহ মো. কুরবান আলী (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল সোয়া ৯টায় টানবাজারের মিনা বাজার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় ২০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. কুরবান আলী চানমারি বস্তির মৃত আ. করিমের ছেলে।
র‌্যাব-১১ এর সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টানবাজারের মিনাবাজার ঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মো. কুরবান আলীকে (৫৮) গ্রেফতার করে। এ সময় তার থেকে ২০ বোতল দেশীয় তৈরি মদ, মাদক বিক্রির নগদ ৫০৬ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
উল্লেখিত আসামি উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি এ্যালকোহল বিক্রয় করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।