ময়লা আর্বজনার ভাগার পশ্চিম দেওভোগ বাইতুল জান্নাহ মসজিদ সড়কের বেহালদশা

502

ভ্রাম্যমান প্রতিনিধিঃ কাশীপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের একটি মসজিদের সড়কের বেহালদশা।সড়কটি পাকা না হওয়ায় দীর্ঘ ৯ বছর যাবত যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকার জনগন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান,ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ সাইফ উল্লাহ বাদলের হস্তক্ষেপ কামনা করেছেন মসজিদ সড়কের বাসিন্দা ও মসজিদে নামাজ পড়ুয়া মুসুল্লিরা। স্থানীয় ৯ নং ওর্য়াড মেম্বার খোকন সরদার এ সড়কটির ব্যাপারে অবগত আছেন।জানা গেছে, পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষ মাথার বাইতুল জান্নাহ্ জামে মসজিদ সড়কের বাসিন্দা ও মসজিদে নামাজ পড়ুয়া মুসুল্লিরা দীর্ঘদিন ৯ বছর যাবত ময়লা আর্বজনা ও ড্রেনের ময়লা পানি পেরিয়ে মসজিদে নামাজ আদায় এবং নিজ বাড়ীতে যাতায়াত করে আসছি।সড়কটি কাচাঁ হওয়ায় রাতের আধাঁরে বাসা বাড়ীর ময়লা আর্বজনা ফেলা হচ্ছে।ময়লা আর্বজনার দূর্গন্ধে নানান রোগ বালাইতে আক্রান্ত হচ্ছে বসবাসরত এলাকার আবাল বৃদ্ধ বণিতা। সামনে আসছে বৃষ্টির মৌসুম। যার ফলে একটু বৃষ্টিতেই তলিয়ে যাবে সড়কটি। ফলে মসজিদে নামাজ আদায় এবং এলাকাবাসীর যাতায়াতে চরম দূর্ভোগে পোহাতে হবে। এ সড়কটি দিয়ে বাড়ৈভোগ গমন করা যায়। সড়কটি পাকা ড্রেন ও আরসিসি ঢালাই রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হলে এলাকার বাসিন্দা ও মসজিদে নামাজ পড়ুয়া মুসুল্লিদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।