সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, ‘আবু নাইম ইকবাল আমার ছোট ভাইয়ের মত। সে গত ৫ বছর আমার সঙ্গে রাজনীতি করেছে। আমার উন্নয়ন কাজে সহযোগিতা করেছে। আবার বাবু ওমরও আমার জন্য অনেক পরিশ্রম করেছে। ওর মা আমাকে ছেলে বলে ডাকে। তাই দু’জনই আমার লোক। যাকে খুশি ভোট দিয়েন।’ ১৭ মার্চ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, র্যালী ও কেক কাটার পর সোনারগাঁ রয়েল রিসোর্টে এক আলোচনা সভায় উপজেলার মেম্বার ও কাউন্সিলরদের এক প্রশ্নের জবাবে এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল হক সামসু, বৈদ্যেরবাজার ইউপির মেম্বার আব্দুল বাসেত, মোহাম্মদ উল্লাহ, সনমান্দী ইউপির মেম্বার ফিরোজ আহমেদ, তোতা মিয়া, শম্ভুপুরা ইউপির মেম্বার কবির হোসেন, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি সহ আরো অনেকে।