দাবি একটাই- ফরমালিন মুক্ত খাবার মুখে নিতে চাই, সন্তানের মুখে তুলে দিতে চাই-সোনিয়া

508

নিজস্ব সংবাদদাতা : সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বলেছেন, ”দাবি একটাই- ফরমালিন মুক্ত খাবার মুখে নিতে চাই, সন্তানের মুখে তুলে দিতে চাই। খাদ্যে বিষ সৃষ্টিকারী একটা কীট পতঙ্গকেও রেহাই দিব না। মানুষকে বিষ খাইয়ে যারা নিজেদের ঘরের অভাব দুর করে তারা মানুষ হতে পারেনা। তাই এসব অমানুষদের কয়েকটাকে মেরে ফেললেও কোনো পাপ হবে বলে মনে করিনা।”

সোমবার(১৮ মার্চ) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে ‘নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশ’ আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ”কোনো আন্দোলনই শুরুতেই সফলতার মুখ দেখেনি। ধৈর্য্য, শ্রম, সাধনা ও একাগ্রতা দিয়ে কিছু মানুষ যুগে যুগে সমাজ বদলে ভূমিকা রেখেছে। আমার সহকর্মী ফরিদ আহম্মেদ বাঁধনের উদ্যোগে আমাদের এই নিরাপদ খাদ্য আন্দোলনও একদিন সফল হবে বলে মনে করি। তাই নিজ নিজ পাড়া-মহল্লা থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলুন, আসুন সবাই খাদ্যে বিষক্রিয়া সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।”

মানববন্ধনে ‘নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশ’ এর আহ্বায়ক সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিছুজ্জামান অনু,সাংবাদিক কামাল আহম্মেদ,দৈনিক যুগের চিন্তা পত্রিকার সহ সম্পাদক মাকসুদুর রহমান,ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম,নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যান শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার,কবি সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, দৈনিক যায় যায় দিন পত্রিকার নারায়াণগঞ্জ জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন আকাশ,সময় নারায়ণগঞ্জ ডট কম এর প্রকাশক সাংবাদিক আরিফুর রহমান আরিফ, নারায়ণগঞ্জ সিটি প্
রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম আরজু, আনন্দ টেলিভিশনের সাংবাদিক সৈয়দ লিংকন, অবলম্বন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমডি অলিউল্লাহ খোকন,সাংবাদিক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংবাদিক নুসরাত নুপুর,বাংলাদেশ বেকারী মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম,ফতুল্লা আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি সাংবাদিক মোখলেছুর রহমান তোতা।