সোনারগাঁয়ের হাবিবপুরবাসী আবু নাইম ইকবালের তালার পক্ষে একাট্টা

329

তৌরব হোসেন, সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল বৃহস্পতিবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় হাজী নুরুজ্জামান প্রধান, হাজী ফজল মিয়া, কামাল প্রধান, হাজী আহমেদ হোসেন হিরু, হাজী জাবেদ রায়হান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা আবু নাইম ইকবালের পক্ষে গণসংযোগ করেন।
গণসংযোগকালে আবু নাইম ইকবাল ভোটারদের কাছে দোয়া ও তালা প্রতীকের ভোট চেয়ে বলেন, আপনারা যাচাই বাছাই করে আগামী ৩১ তারিখ যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। ছয় প্রার্থীর মধ্যে আমি যদি যোগ্য হই তাহলে আমাকে ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন। আমি আপনাদের ভাই, বন্ধু ও সন্তানের মত। আমাকে যখন যা হুকুম করবেন আমি তা পালনের চেষ্টা করবো। নিজের সেরাটুকু দিয়ে আপনাদের সেবা করে যাব।
এসময় ভোটাররা আবু নাইম ইকবালকে আশ্বস্ত করে বলেন, হাবিবপুরবাসীর কাছে ইকবালের চেয়ে যোগ্য আর কোন প্রার্থী নেই। আমরা সবাই তালা প্রতীকে ভোট দিয়ে একজন ভাল মানুষকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করব।