সোনারগাঁয়ে কালাম সমর্থকদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

416

তৌরব হোসেন, সোনারগাঁ প্রতিনিধিঃসোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের ¯^তন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের নির্বাচন করায় তার কর্মীদের দোকান ও বাড়িঘরে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোশারফ হোসেনের লোকজন হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ¯^তন্ত্র প্রার্থীর কর্মী তাওলাদ হোসেন বাদি হয়ে ২০ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দৌলরদী গ্রামের তাওলাদ হোসেন, শক্কুর আলী, বাদল, ফারুক ও ওসমান মিয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন করায় মঙ্গলবার রাতে ইয়াহইয়ার নেতৃত্বে ২০/২৫ জন নৌকার কর্মী সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এসময় তারা স্বতন্ত্র প্রার্থীর কর্মী বাদলকে বাড়িতে না পেয়ে তার অসুস্থ বৃদ্ধা মা’কে পিটিয়ে ঘর ভেঙ্গে দিয়েছে। এছাড়া নারী ও শিশু সহ কমপক্ষে ১০ জনকে পিটিয়ে আহত করেছে। এসময় পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে স্থানীয় সাংবাদিক পনির ভুইয়া ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা তার বাড়িঘর ও একটি ক্যামেরা ভাংচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।
স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানান, হামলাকারীরা আগামী ৩১ তারিখ সকল ভোট কেন্দ্র দখল করে নৌকা মার্কায় সিল মারবে এবং এতে কেউ বাধা দিলে তাকে গলাকেটে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।
হামলা ও ভাংচুরের ঘটনায় বুধবার স্বতন্ত্র প্রার্থীর কর্মী তাওলাদ হোসেন বাদি হয়ে নৌকার সমর্থক ইয়াহইয়া, জাকারিয়া, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর, মিজানুর রহমান মিজা, আবুল হোসেন, কমল, শাহালম, ইব্রাহীম, নাসিরউদ্দিন, সিরাজুল ইসলাম, ফায়জুল, রাসেল, জুয়েল, আব্দুল হান্নান, আব্দুল হক, শাহীন, রাজ্জাক, রহমত আলী ও আসাবউদ্দিনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচন নিয়ে যারা সহিংসতা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।