স্টাফ রিপোর্টারঃ ৩১শে মার্চ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লক্সঘন করে অপর প্রার্থীর সমর্থকদের নির্বাচনে বাঁধা সৃষ্টির অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নৌকার সমর্থকদের ধাওয়া দিয়েছে পুলিশ, র্যা ব, ও বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ থেকে নৌকার প্রার্থী মোশারফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাহফুজুর রহমান কালাম তার সমর্থকদের নিয়ে উপজেলার সনমান্দি ইউনিয়নে গণসংযোগে যায়। এসময় সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল সনমান্দি এলাকায় সড়ক দখল করে মিছিল করে মাহফুজুর রহমান কালামের গণসংযোগে বাঁধা সৃষ্টির প্রস্তুতি নিয়ে বিভিন্ন এলাকায় তার লোক জড়ো করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে পুলিশ, র্যা ব ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে সনমান্দির বিভিন্ন পয়েন্ট থেকে নৌকার সমর্থকদের ধাওয়া দেয়। নৌকার সমর্থকরা এসময় পুলিশ, র্যা ব ও বিজিবি দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বলেন, কোনটা কার প্রতিক, কে সরকারের লোক আর কে সরকারের লোক না, সেটা আমাদের দেখার বিষয় না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা তাই করব।