নিজস্ব প্রতিনিধিঃ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ৩০ লাখ শহীদের এক সাগর রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা ¯^াধীন সার্বভৌম একটি রাষ্ট্র এবং লাল সবুজের একটি পতাকা পেয়েছি। আমাদের এদেশের ইতিহাস অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস। তাই দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমাদেরকে আগামী ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং নবীন বরণ অনুষ্ঠানের আহŸায়ক সহকারী অধ্যাপক আ. রাজ্জাক খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারন সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়া, গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুর রব, অভিভাবক সদস্য মতিউর রহমান বেপারী, দাতা সদস্য আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন আহমেদ, অভিভাবক সদস্য (কলেজ) আলহাজ্ব জসিম উদ্দিন, আলহাজ্ব মো. আনিসুর রহমান, মো. রমজান আলী, আলহাজ্ব মজিবুর রহমান (স্কুল), বদুর উদ্দিন শেখ (স্কুল), সংরক্ষিত মহিলা সদস্য মিসেস সুলতানা রাজিয়া, শিক্ষক প্রতিনিধি (কলেজ) মো: মবিনুর রহমান, মো: শাহজাহান (স্কুল), মিসেস রাশিদা বেগম, নাসিক ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুস সামাদ বেপারী, সহ-সভাপতি আলহাজ্ব মো. কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মো. মাসুদ রানা, আওয়ামীলীগ নেতা হাজী মিজানুর রহমান, বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক নোমান হোসেন টুটুলসহ অত্র স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।