বন্দরে প্রবীন আওয়ামীলীগনেতা হাবিব সরদারের জীবনাবসান

481

বন্দর প্রতিনিধিঃবন্দরে প্রবীণ আওয়ামীলীগনেতা ও ইসলামপুর জামে মসজিদ কমিটির সভাপতি হাজী হাবিব সরদার (৭৭) আর নেই। ইন্নালিল্লাহে——-রাজিউন। সোমবার দুপুর ৩টায় মদনগঞ্জ ইসলামপুর তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। তিনি ২ছেলে,২মেয়ে, স্ত্রী,নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার রাত ৯টায় মদনগঞ্জস্থ ইসলামপুর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাজা শেষে তাকে মদনগঞ্জ বড় কবরস্থানে সমাহিত করা হয়।

এ সময় নামাজের জানাজায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আলীগের সদস্য হাজী আমজাদ,নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,ব্যবসায়ী হাজী মোখলেছুর রহমান চৌধুরী,ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি সুমন মিয়া,বন্দর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাফিয়ান আহমেদ,বীরমুক্তিযোদ্ধা নুরহোসেন,আইয়ুব আলী,আলীগনেতা আলমগীর হোসেন,স্থানীয় সমাজ সেবক বাতেন মাতবর,মানবাধিকার কর্মী মফিজ প্রধান,মোঃ আনিস,রতন খান,রলি খান প্রমূখ।