হুমায়ুন কাবিরঃ সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে মেঘনা নদীতে ট্টলারডুবিতে নিখোঁজ হয়। নারায়ণগন্জের ট্টাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়ার মরদেহ বুধবার ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি গোপালগন্জের গোপীনাথপুর এলাকার ইয়ার আলীর ছেলে। সোনারগাঁ থানার এস আই আবুল কালাম আজাদ, জানান বুধবার সকাল ৯ টারদিকে টিএসআই সেলিম মিয়ার মরদেহ বন্দর থানা এলাকার ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন গত ৩১ শে মার্চ উপজেলা নির্বাচনে সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট গ্রহন শেষে ট্টলার যোগে ফিরছিলেন।
প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দীন নারায়ণগন্জের ট্টাফিক পুলিশের টি এসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রীতা সহ ১৭ জন । পরে সন্ধা৭ টার দিকে ঝরের কবলে পড়ে ডুবে যায় তাদের ট্টলারটি।
পরে সবাই তীরে আসতে পারলেও নিখোঁজ হয় তিন জন। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন,মেঘনা নদীতে ট্টলার ডুবির ঘটনায় নিখোঁজের তিনদিন পর ট্টাফিক পুলিশের টি এসআই সেলিম মিয়ার লাশ বন্দর এলাকা থেকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।