যত বড় ক্ষমতাশালীই হোক ছাড় দেয়া হবে না: এসপি

407

রুদ্রবার্তা ২৪ঃ অপরাধী যত বড় ক্ষমতাশালীই হোক তাকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অপরাধী সে জুয়া চালাক, মদের ব্যবসা চালাক, তেল চুরি করুক আর বালু চুরিই করুক আমরা কোন অপরাধীকে ছাড় দেবো না, সে যত বড়ই ক্ষমতাশালীই হোক।
প্রেস ব্রিফিংয়ের প্রথমেই সোনারগাঁয়ে নির্বাচনী কাজ শেষে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজনের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন জেলা পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, মেরি এন্ডারসনে অভিযান চালিয়ে আমরা ৬৮ জনকে গ্রেফতার করেছি, সদর থানায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করেছি। সেখানে একজন সাংবাদিক জড়িত সেটা আমরা তথ্য পেয়েছি, অনেকে সাক্ষীও দিয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
শহরে মহড়া দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু জাতীয় নির্বাচনও শেষ, উপজেলা নির্বাচনও শেষ তাই আমরা সকলকে নিয়ে শহরের মূল সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো, নগরীর আইনশৃক্সখলা দেখা, সাধারণ মানুষের নিরাপত্তা দেখা, রাস্তার ট্রাফিক ব্যবস্থাটা ঠিক আছে কিনা সেটা দেখা। আপনারা ভালো বলছেন, কিন্তু নিজের চোখে দেখা। আমরা অত্যন্ত আনন্দিত ট্রাফিক ব্যবস্থা এখনো ভালো। আমরা আশা করি, বঙ্গবন্ধু সড়কটায় যদি ফুটপাত মুক্ত থাকে তাহলে যান চলাচলে কোন বাঁধা সৃষ্টি হবে না।
শহরে সাজোঁয়া যান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শহরের কেন্দ্রবিন্দুতে এটা থাকে। কোথাও কোন ঝামেলা হলে ব্যবস্থা নেয়ার জন্য। এখন থেকে নিয়মিত এটা থাকবে। শহরের আইনশৃক্সখলা রক্ষা করা, হকার মুক্ত করা, যান চলাচল ¯^াভাবিক করা আমাদের রুটিন কাজ। হয়তো আপনারা লক্ষ্য করেন নাই আজ হয়তো লক্ষ্য করেন নাই। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এটা চলবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) মো. মোমিনুল ইসলাম, ডিআইও-৩ মো. শাহাদাত হোসেন প্রমুখ।