বিভিন্ন মসজিদের মুসুল্লিদের মাঝে মাদকের প্রতিকার ও প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ

778

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ ৫ই এপ্রিলে শুক্রবার মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজের আয়োজনে মাদকের প্রতিকার ও প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারপত্র তল্লা বড় মসজিদ,তল্লা ছোট মসজিদ,কেল্লা শাহী মসজিদ,নগর খানপুর কমপ্লেক্স জামে মসজিদ, ড্রেজার সংস্হা মসজিদ,হাজীগঞ্জ বাজার মসজিদ,নবু মিস্ত্রি জামে মসজিদ,হাজীগঞ্জ রেললাইন মসজিদ,জ্বীন নূরানী মসজিদ,গোপটা মোকসেদা আল আকসা জামে মসজিদ ও শীতলক্ষ্যা জামে মসজিদে আগত মুসুল্লিদের মাঝে বিতরণ করা হয় ।
সমাজের প্রতিটি পাড়া মহল্লায় মাদকের ভয়াবহতা থেকে সমাজের প্রতিটি মানুষকে উজ্জিবিত করতে, মাদকে সংক্রমিতদের প্রতি সহানুভূতি তথা সামাজিক অবক্ষয় রোধে এমনি আয়োজন বলে জানান সংগঠনের আহ্বায়ক বদরুল হক । নগর খানপুর এলাকার মঞ্জুর হোসেন সর্দার বলেন, আমরা প্রয়োজনে প্রতি এলাকায় মাদক প্রতিরোধ কমিটি করবো, মাদকাসক্তকে সহযোগীতার পাশাপাশি ঘাপটি মেরে থাকা মাদক কারবারিদের প্রতিহত করবো । এসময় নগর পঞ্চায়েতের অহিদুল ইসলাম ছক্কু সহ অনেক গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন । তল্লা বড় মসজিদ এলাকার মুরুব্বি টুক্কু মিয়া বলেন,মাদক মুক্ত সমাজ গড়তে সকল লড়াইয়ে আমাদের সমর্থন থাকবে ।
মাদক মুক্ত সমাজ বিনির্মানে দল মত ভেদাভেদ ভূলে সবাই এক কাতারভূক্ত হলে মাদকের মরণ কামড় থেকে সমাজকে মুক্ত করা সম্ভবপর হবে বলে জানান ছোট মসজিদ এলাকার হাজী মোক্তার হোসেন ।
প্রচারপত্র বিতরণ কাজে অংশগ্রহন করেন এ,সি,আই নেতা জাহাঙ্গীর আলম,সাংবাদিক মান্নান,ম্যাক পেপার মিলের আবু তাহের,মাসুম,জাকির,কবির,শামিম,সোহেল,কাজী সাঈদ,শ্যামল,বাবু,রিফাত প্রমূখ । আরো অংশ নেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ’এর সচিব আবু হাসান টিপু,যুগ্ম সচিব সাংবাদিক আরজু,খোকন রাজও জুয়েল । সংগঠনের চলমান কর্মসূচি আগামীতে আরো কার্য্যকর ও বেগবান হবে বলে জানা যায় ।