স্টাফ রিপোর্টারঃ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস জয়া। গতকাল শনিবার বিকেলে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে সে মারা যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ফুলবাড়িয়া এলাকায় গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ঢাকা থেকে চট্টগ্রামগামী তিশা পরিবহনের দ্রæতগামী একটি বাস জয়াকে বহনকারী রিক্সাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্কুল ছাত্রী জয়া ও রিক্সাচালক আহত হয়। রিক্সাচালক বর্তমানে সুস্থ আছেন বলে জানা যায়। জান্নাতুল ফেরদৌস জয়া মোগরাপাড়া সরকারী এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের নবম শ্রেনীর ছাত্রী। সে মোগরাপাড়া ইউনিয়নের রতনদী গ্রামের দুবাই প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। জয়ার মৃত্যুতে তার বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সড়ক দূর্ঘটনায় নিহত জয়ার চাচাতো ভাই ইউসুফ মিয়া জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান টিপরদী থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে রিক্সাযোগে মোগরাপাড়া সরকারী এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনে যাওয়ার পথে ফুলবাড়িয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রæত গতিতে আসা একটি বাস জয়াকে বহনকারী রিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় জয়ার শরীরের বিভিন্ন অংশে জখম হয়। ঐ সময়ে জয়া জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাস্থলে এলাকার লোকজনের সহযোগীতায় জয়াকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারী হাসপাতালের আইসিওতে রাখা হয়। চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শনিবার বিকেলে জান্নাতুল ফেরদৌস জয়া মারা যায়।
প্রত্যক্ষদর্শী ছোট সাদিপুর গ্রামের আবুল হাসেম জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে ফুলবাড়িয়া এলাকায় একজন স্কুল ছাত্রীসহ রিক্সাটি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী তিশা পরিবহনের একটি বাস দ্রæত গতিতে এসে ওই রিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, এলাকাবাসী বাসটি আটকের চেষ্টা করলেও দ্রæত গতিতে বাসটি পালিয়ে যায়।
মোগরাপাড়া সরকারী এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, এটা কোন সড়ক দূর্ঘটনা নয়। এটা একটি হত্যাকান্ড। এ হত্যাকান্ডের অবশ্যই বিচার হওয়া উচিত। আমি আমার স্কুলের পক্ষ থেকে এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, মঙ্গলবার মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় একটি সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রীসহ দু’জন আহত হওয়ার খবর আমাদের জানা আছে। চাপা দেয়া বাসটি সনাক্ত করার চেষ্টা চলছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্কুল ছাত্রীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি সনাক্ত করে বাসচালক ও হেলপারকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Home
আইন ও অপরাধ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন সড়ক দূর্ঘটনায় আহত সোনারগাঁয়ের স্কুল ছাত্রী জান্নাতুল...