সোনারগাঁয়ে পুলিশের হাতে তিন নারী মাদক ব্যবসায়ী আটক

432

তৌরব হোসেন, সোনারগাঁঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মোগরাপাড়া চৌরাস্তা হাবিবপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপরা ইউপি’র হাবিবপুর এলাকা থেকে ইয়াবার গডফাদার শাহ আলমের দুই স্ত্রী রেহেনা ও ফাতেমাকে আটক করা হয়। পরে তাদের ¯^ীকারোক্তি অনুযায়ী তার ননদ নাসরিনকেও আটক করা হয়। এসময় তাদের তিনজনের কাছ থেকে ১৫শত ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গতকাল বুধবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত রেহেনা ও ফাতেমার ¯^ামী শাহ আলম মাস খানেক আগে অভিনব কায়দায় ডালিমের ভেতরে ৮ হাজার পিছ ইয়াবা পাচারকালে থানা পুলিশের নিকট গ্রেফতার হয়।