যুগের চিন্তার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে অধিকারের বিবৃতি

538

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আঞ্চলিক ও বহুল প্রচারিত ‘দৈনিক যুগের চিন্তা’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠন ‘অধিকার’ নারায়ণগঞ্জ ইউনিট।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘দৈনিক যুগের চিন্তা’ পত্রিকার ডিক্লারেশন (প্রকাশনা) অকস্মাৎ বন্ধ করে দেয়ার কারণে পত্রিকাতে কর্মরত সাংবাদিকদের জীবিকা শংকটাপন্ন হয়ে পড়েছে। একই সাথে এমন সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। বিবৃতিতে কর্মরত সাংবাদিকদের রুটি রুজির স্বার্থে পত্রিকাটির প্রকাশনা বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করার আহবান জানানো হয়।