মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত কাচঁপুর হাইওয়ে থানার এস আই ফরিদ

812

মোঃ নুর নবী জনিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও কাচঁপুর হাইওয়ে থানার এস আই মোঃ ফরিদ আহমেদ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মালিবাগ ক্যাসেল রিসোর্টের সামনে মহাসড়কে দায়িত্ব পালনকালে একটি কাভারভ্যান থামাতে গেলে, চালক গাড়ী না থামিয়ে এসআই ফরিদের উপরে তুলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আলী সরদার জানান। এসময় ঘাতক গাড়ীটি আটক হলেও ড্রাইভার পালিয়ে যায়। কাচঁপুর হাইওয়ে থানায় প্রথম জানাজা শেষে নিহত এসআই ফরিদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গেড়ারুক গ্রামের মৃত মানিক জমাদারের ছেলে নিহত এসআই ফরিদ আহম্মেদ। কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আলী সরদার,টিআই জাহাঙ্গীর আলম,ওসি তদন্ত আলী রেজা সহ সকল সহকর্মীরা একজন দক্ষ পুলিশ অফিসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।