আইন-শৃঙ্খলা বাহিনীর ডিউটি তদারকী ও মহাঅষ্টমী স্নান ঘাট এলাকা পরিদর্শন করেন হারুন অর রশিদ

496

সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় অত্র জেলার বন্দর থানাধীনলাঙ্গলবন্দ এলাকায় “মহাতীর্থ লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান- ১৪২৫” উপলক্ষে অদ্য ১২/০৪/২০১৯ খ্রিঃ দুপুর ১২ঃ৩০ ঘটিকায় উক্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর ডিউটি তদারকী, আইন-শৃঙ্খলা পর্যালোচনা এবং মহাঅষ্টমী স্নান ঘাট এলাকা পরিদর্শন করেন । এসময় তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণের সাথে মতবিনিময় করেন। মত বিনিময় শেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেনপুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয়।