সিদ্ধিরগঞ্জে র‍্যাবের উদ্ধার অভিযানে সাদা রঙের ইয়াবাসহ ৩ জন আটক

506

সময়ের চিন্তা ডট কমঃ সিদ্ধিরগঞ্জে র্যা বের মাদক উদ্ধার অভিযানে সাদা রঙের ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যা ব-১১ এর একটি অভিযানিক দল।
সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যা ব।
আটককৃতরা হলো, পিরোজপুর জেলার জুসখোলা এলাকার বাসিন্দা শেখ মাবুবুর রহমান ওরফে মো. মানিক ওরফে নাদিম ওরফে নাজিম (৩৭), মিজমিজি কান্দারপাড়া এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৫২) ও চুয়াডাঙ্গা জেলার যদুপুর এলাকার বাসিন্দা মো. সোহাগ চৌধুরী।
র্যা ব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মো. জসিম উদ্দীন চৌধুরী ¯^াক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যা ব জানায়, সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যা ব-১১ এর চেকপোস্টের তল্লাশীতে ২৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় ১ লক্ষ ১১ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তাদের কাছ থেকে নতুন সাদা রঙের ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।