ফতুল্লা থানা পুলিশ অবৈধ অস্ত্র,মাধক উদ্ধার,ওয়ারেন্ট তামিলসহ বিশেষ অভিযান

360

নিজস্ব প্রতিনিধিঃ ২০/০৪/২০১৯ ইং তারিখ ২২:১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা পুলিশ অবৈধ অস্ত্র,মাধক উদ্ধার,ওয়ারেন্ট তামিলসহ বিশেষ অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন নয়ামাটি সাকিনস্থ মোফাজ্জল হোসেন চুন্নু (৪৫) এর বাড়ির রাস্তার উপর হতে মোফাজ্জল হোসেন চুন্নু (৪৫), পিতা-মৃত তালেব হোসেন ওরফে পুইকা, সাং-নয়ামাটি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জের দেহ তল্লাশী করে তাহার পরিহিত লুঙ্গির ডান কোমড়ের কোচে গুজা অবস্থায় একটি ছয় চেম্বার বিশিষ্ঠ রিবালবার যার বাটের উভয় পাশে কাঠ সংযুক্ত, বাটসহ অনুমান লম্বা ৯ ইঞ্চি, বডিতে খুদাই করা USAলেখাসহ উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে এবং আসামীকে গ্রেফতার করে হেফাজতে নেয়। এ সংক্রান্তে ফতুল্লা থানার এসআই মোঃ মামুন-উল-আবেদ বাদী হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে বর্ণিত থানায় অভিযোগ দায়ের করিলে ফতুল্লা থানার মামলা নং-৮৩, তারিখ-২১/০৪/২০১৯, ধারা-১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট(সংশোধনী/২০০২) এর ১৯-এ রুজু হয়।