পবিত্র শবে বরাত উপলক্ষে নূরের আলোর খানকা শরীফ চিশতিয়া কাদেরিয়া তরিকায় উদ্যোগে

387

বন্দর প্রতিনিধিঃ পবিত্র শবে বরাত উপলক্ষে বন্দরের মদনগঞ্জ শান্তিনগর মোঃ মোখলেছুর রহমান এর উদ্যোগে প্রতি বছরের মত এবারও দোয়া মাহফিল ও সাত হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
পবিত্র শবেবরাত উপলক্ষে মোখলেছুর রহমান বলেন, এই মহিমান্বিত রজনী মানবজাতিকে আল্লাহতায়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমালাভের সুযোগ এনে দেয়। শবেবরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন
শবেবরাত মুসলমানের কাছে রমজানের বার্তা বয়ে আনে। রমজানের প্রস্তুতি হিসেবে অনেকে রোববার ও সোমবার রোজা রাখবেন।