322

শহরের বঙ্গবন্ধু সড়কে ফের জলকামান
নিজস্ব প্রতিনিধিঃ শহরের বঙ্গবন্ধু সড়কে ফের জলকামান দেখা গেছে। জেলা পুলিশের অনুমতি ছাড়াই সড়ক বন্ধ করে মাইক লাগিয়ে সম্মেলন করাকে কেন্দ্র করে বাহাদুর শাহ্ মোজাদ্দেদী সমর্থক আহলে সুন্নত ওয়ালে জামাতের অনুসারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর ওই স্থানে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়।
শুক্রবার (২৬ এপ্রিল) জুম্মার নামাজের পর শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনের বঙ্গবন্ধু সড়কে এ ধস্তাধস্তির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিতাইগঞ্জে অবস্থিত বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে দুই নম্বর রেলগেইটের উদ্দেশ্যে একটি মিছিল বের করে সুন্নী সমর্থকরা। এ সময় হেফাজতে ইসলাম নেতা ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে কেন্দ্র করে ¯েøাগান দিতে থাকেন তারা। এদিকে পুলিশ মিছিলে বাধা দিলে পুলিশের সাথে বাহাদুর শাহের সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। পরে বায়তুল ইজ্জত মসজিদের সামনের সড়ক বন্ধ করে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশের আয়োজন করেন তারা। ব্যানারে লেখা হয়েছে ‘সুন্নী মহা সম্মেলন’।
এদিকে পরিস্থিতি সাপেক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে পুলিশের জলকামানও দেখা গেছে।
এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মাইক লাগিয়ে সড়ক বন্ধ করে সমাবেশের কোন অনুমতি ছিল না। তাই তাদের বাধা দেয়া হয়েছিল। এখন তারা দ্বীনি আলোচনা করছে। তবে যেকোন পরিস্থিতির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ৩ ও ৪ এপ্রিল শহরের চাষাড়ায় জলকামান ও সাজোঁয়া যান দেখা যায়। শহীদ মিনারের পাশে বাস ভর্তি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।