বন্দর প্রেস ক্লাবে চ্যালেঞ্জ ছুড়েলেন ব্রিটিশ নাগরিক শারমিন আমির

482

সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ রওশন বাগ এলাকার সোহেলও তার মায়ের সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেবরের মেয়ে ব্রিটিশ এবং বাংলাদেশ এর যৌথ নাগরিক শারমিন আমিরকে নিয়ে গত বৃহঃবার ২৫/৪/১৯ তারিখে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দেওয়া জেঠি মা ফরিদা বেগম ও চাচাতো বোন মুনমুন ইসলাম শাকিলা স্বামী মৃত: ইকবাল সহ সাব্বির আহমেদ হিমেলের স্ত্রী রুমা, ভাই মোস্তাফিজুর রহমান ঔদ্বত্ব ও মিথ্যা বক্তব্যের জন্য চ্যালেঞ্জ ছুড়েছেন ব্রিটিশ নাগরিক শারমিন আমির। শুক্রবার ২৬ এপ্রিল বিকালা ৪টায় বন্দর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে শারমিন আমির তার বক্তব্যে আরোও বলেন, আমার বাবা নারায়ণগঞ্জের ষাটের দশকের একজন প্রগতিশীল এবং পেশাদার সাংবাদিক ছিলেন। সাংবাদিক মহলে তার দাবী সত্য এবং বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে আমাকে জরিয়ে সংবাদ মহলে যে কথা বলা হয়েছে যে আমি নাকী র্যাবের ডিজি বেনজীর আহমেদ এর সাথে ভারতে ভ্রমন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনা, মেয় পুতুলের নাম বিক্রী করি, টিউলিপ সিদ্দিকীরর সাথে ভাল সম্পর্ক। তাদের নাম পরিচয়ে জেঠার পরিবারকে হেনস্তা করেছি। বাস্তবে আসলে তা সম্পুর্ন মিথ্যা এমন কারো সাথে রাষ্টের এসমস্ত উচ্চ পদস্ত সন্মানী লোকের কথা বলে প্রভাব বিস্তারের প্রশ্নই ওঠেনা। এসম্ত মিথ্যাচারের মাধ্যমে সমাজ আমাকে হেও প্রতিপন্ন করার ষরযন্ত্র লিপ্ত তারা। শারমিন আরোও বলেন, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক কেন্দ্রিয় মহিলা লীগের সদস্য। আমার পৈতৃক ভিটা দাদা এবং নানার বাড়ি বন্দরে। তারা আমার বিরুদ্ধে এসম্ত মিথ্যা বানোয়াট কাল্পনিক উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যের জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এব্যাপারে আমি আমার জানমাল ও নিরাপত্তার কথা চিন্তা করে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করি যার নং ১০৩২ ভবিষ্যতে এ মিথ্যার অপবাদের জন্যমানহানী ও তথ্য প্রযুক্তি আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। তিনি আরোও বলেন,আমার আরেক পূর্ব শত্রু নেশাগ্রস্ত, লম্পট সাব্বির আহমেদ হিমেল এর বিরুদ্ধে আমার ভাই বন্দর থানায় হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করে যার নং ৭৩/১১/১৭-উত্ত আসামী আমার ভ্যানেটি ভ্যাগ ছিনতাই করে ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে’ মামলাটি চার্জশিট হয়ে বিচারাধীন চলে যায়। এই ঘটনার প্রতিশোধ নিতে হিমেল আমার নামে মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর কথা সমাজে বলে বেড়ায়। এসময় উপস্হিত ছিলেন শারমিন আমিরের বাবা আলহাজ্ব রাশেদুল কবির, সোহেলের সশুর রাকিব সরদার, সোহেল, চাচাত ভগিনীপতি আনোয়ার, সোহেলের স্ত্রী সায়মা আহম্মেদ।