স্টাফ রিপোর্টারঃ ফেনির সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যকারীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও উদীচী শিল্প গোষ্ঠি। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সোনারগাঁ উপজেলা কমিটির সভাপতি নাসিরউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জিয়া হায়দার ডিপটি, আব্দুস সালাম বাবুল, উদীচী শিল্প গোষ্ঠির আজীবন উপদেষ্টা জগদিশ রায়, উদীচী শিল্পি গোষ্ঠি সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি শংকর প্রকাশ, ময়না রানী, সাবেক ইউপি সদস্য কোহিনুর বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষন ও হত্যাসহ সকল অন্যায়ের বিরুদ্ধে জনগনকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ দেশ বিচারহীনতার দেশ। এখন দেশে বিচার পাওয়া খুবই কঠিন। প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন, সুষ্ঠু বিচার হবে। কিন্তু বিচার হচ্ছে না। বিচার ব্যবস্থা দূর্বল হয়ে পড়েছে। এসকল অন্যায় সরকার ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে।
বক্তারা মানববন্ধনে নারায়ণগঞ্জের ৭ খুন, ত্বকী হত্যা ও সাংবাদিক সাগর রুনি দম্পত্তির হত্যাকান্ডে দোষীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবী করেন।