স্টাফ রিপোর্টারঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে কোটি টাকার চোরাই ক্যাবলসসহ চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যা ব-১১ এর একটি দল। গতকাল শনিবার দুপুরে উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজু আহমেদ ও ইবনে সাইদ।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে বিসিক এলাকার জে কে ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ১৫০ কেজি ওজনের বিদ্যুতের চোরাই ক্যাবলস উদ্ধার করা হয়। এ চোরাকারবারীর সাথে জড়িত থাকার অভিযোগে রাজু আহমেদ (৪২) ও ইবনে সাইদ (২৫) নামের দুই জনকে গ্রেফতার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা ইসহাক মোল্লা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসহাক মোল্লার নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারী বিদ্যুতের ক্যাবলস অবৈধভাবে সংগ্রহ করে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুদ করে আসছে। এই বিদ্যুতের ক্যাবলসগুলো মূলত সরকারী বিদ্যুৎ বিভাগের সম্পত্তি। নানাভাবে অবৈধ পন্থায় চোরাই চক্রের মাধ্যমে সরকারী ক্যাবলসগুলো সংগ্রহ করা হয়। এখানে বিদ্যুতের ক্যাবলসগুলো থেকে রাবারের কাভার খুলে কেটে সিলভার হিসেবে কেজি দরে বিভিন্ন কারখানায় বিক্রি করে দেয়া হয়। বিদ্যুতের সরকারি এই তারগুলো অবৈধভাবে বিক্রির পেছনে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে মনে করছে র্যাব।
এ বিষয়ে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম আরো জানান, আমরা এই চক্রের মূল হোতাকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছি। এছাড়াও আমরা মনে করছি এর সাথে সংশ্লিষ্ট সংস্থার কোন কর্মকর্তা জড়িত আছে। আমরা সে বিষয়টি নিয়েও কাজ করছি।