আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া উলুকান্দী গ্রামেরমৃত আফাজুদ্দিনের ছেলে মোলহাস মিয়ার দখলীয় খড়িদসূত্রে মালিক ও ভোগদখল করে আসতেছে। সম্প্রত্তি সময়ে এরই সাথে একই গ্রামের আনজত আলীর ছেলে মিজান গংরা জালজালিয়াতি ভূয়া কাগজপত্র সৃজন করে মোলহাসের বসতবারী দখল থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে।
গেল শুক্রবার ২৬ অক্টোবর রাত ১০টায় ঢাকা থেকে আড়াইহাজার এসে মানিকপুর ফেড়িঘাট এর সিএনজি অটোরিক্সা করে বাড়িতে যাওয়ার সময় ফতেপুর ইউনিয়ন বাইলট বগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে মিজান সহসিএনজি অটোরিক্সা রাস্তায় ব্যারিকেট দিয়ে গাড়ি থামিয়ে মোলহাসকে গাড়ি থেকে নামিয়ে কিল ঘুষি লাত্থি মারে বগাদী গ্রামের আহসানের বাড়ির বিল্ডিং নিয়ে আটক করে মারপিট করে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। এক সুযোগে মোলহাস আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেনকে মোবাইল ফোনে ফোন করে এই ঘটনা জানালে আড়াইহাজার থানারএসআই রফিক দৌলা সঙ্গীয় ফোর্স নিয়ে বাইলট বগাদীর আহসানের বাড়ি থেকে মোলহাস কে উদ্ধার করে। পুলিশের ট্যার পেয়ে সন্ত্রাসী বাহীনি পালিয়ে যায়। উদ্ধারে পর মোলহাস কে থানায় নিয়ে আসে পরদিন শনিবার দূপুর ২টায় মোলহাসের ছেলে আইয়ুব নবি বাদী হয়ে আড়াইহাজার থানায় মিজান (৬০), ছাত্তার (৫০), আহসান (৪২), আসাদ সহ তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়। পরে জুলহাস মিয়া থানা থেকে মুক্তি পেয়ে বাড়িতে চলে যান। পুলিশ এই পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করে নি।
অভিযোগটি থানা থেকে উঠিয়ে নেওয়া জন্য মোলহাসের পরিবারকে নানা ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এবং জানায়, অভিযোগ উঠিয়ে না আনলে এলাকা থেকে বাড়ি থেকে ভাংচুর করে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মোলহাসের জমি সম্পত্তি নিয়ে ঝামেলা আছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।