স্টাফ রিপোর্টারঃ বিশ্ব টিকাদান সপ্তাহের সমাপনী অনুষ্ঠান করেছে নারায়ণগঞ্জ ¯^াস্থ্য বিভাগ। ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলা এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মো. ইমতিয়াজ।
এ্যাডভোকেসী সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. বশির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফজলুল হক, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, জেনারেল প্রাকটিশনার এসোসিয়েশনের সভাপতি মো. নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের প্রতিনিধি ডিআইও ডিএসবি মো. মমিনুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. আমিনুল হক, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও জেনারেল হাসপাতালের শিশু কনসালটেন্ট এবং জেলা পর্যায়ের বিভাগীয় প্রধানগণ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।