গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশে নিয়ামত উল্লাহ আব্বাসী গ্রেফতার

405

সময়ের চিন্তা ডট কমঃ ০১/০৫/২০১৯ তারিখ গভীর রাতে ০১.৩০ ঘটিকার সময় মাননীয় পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সাহেবের নির্দেশে তাহাকে গ্রেফতার করা হয়। ২৬/০৪/১৯ তারিখ রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় মোঃ নেয়ামত উল্লাহ আব্বাসী, পিতা-মৃত নেছার উদ্দিন আব্বাসী, সাং-পাঠানটুলী আব্বাসী মঞ্জিল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়নগঞ্জ এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী সাকিনস্থ এর এইচ এন অ্যাপারেলস লিঃ নামক একটি প্রিন্ট ফ্যাক্টরীর ওয়াল ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করিয়া ফ্যাক্টরীর ভিতরের থাকা বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। উক্ত প্রতিষ্ঠানের ইনচার্জ মোঃ মহিউদ্দিন (৩৫) সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন বাদী অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৭৪ তারিখ ২৬/০৪/১৯ ইং ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/১০৯/৫০৬ দঃ বিঃ রুজু করা হয়। উক্ত ব্যক্তি যাহার এজাহার নামীয় ১নং আসামী। ঘটনার পরবর্তী সময়ে স্থানীয় একাধিক পত্রিকায় মোঃ নেয়ামত উল্লাহ আব্বাসী এর ছবি সহ জৈনপুরী পীরের ভাইয়ের নেতৃত্বে তান্ডব, গার্মেন্টসে হামলা ও লুটপাট সংক্রান্ত শিরোনাম হয়। প্রকাশিত পত্রিকা গুলো পর্যালোচনা করিয়া দেখা যায় উক্ত ব্যক্তির হাতে একটি রিভলভার ও পাশে একটি এসএমজি হাতিয়ার সহ জঙ্গি সাদৃশ্য ছবি প্রকাশ হইয়াছে। অদ্য ইং ০১/০৫/২০১৯ তারিখ গভীর রাতে ০১.৩০ ঘটিকার সময় মাননীয় পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সাহেবের নির্দেশে তাহাকে গ্রেফতার করা হয়। তাহার জঙ্গি সম্পৃক্ততা সম্পর্কে তদন্ত অব্যাহত আছে এবং তাকে নিয়ে অভিযান অব্যাহত আছে।