সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডকে শতভাগ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ‘আমাদের শহর আমরাই পরিচ্ছন্ন রাখবো’ এই স্লোগানকে সামনে রেখে জিমখানা সমাজ উন্নয়ন সংসদ এর উদ্যোগে জিমখানা নতুন রাস্তা ও কিন্ডার কেয়ার স্কুল থেকে পাইকপাড়া পুল পর্যন্ত এই দুটি রাস্তায় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালিত হয়।
উক্ত কর্মসূচী উদ্বোধন করেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নগর জীবনে সিটি কর্পোরেশন হচ্ছে নগরবাসীর নিজ¯^ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল উন্নয়নকে ধরে রাখতে হলে জনগনের মাঝে অংশীদারিত্বের চেতনা জাগ্রত করতে হবে। পরিচ্ছন্ন নগরীর জন্য সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। আর এই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে জনগনের অংশগ্রহণের বিকল্প নেই। এই লক্ষ্যে ১৫নং ওয়ার্ডের প্রত্যেকটি মহল্লায় পর্যায়ক্রমে প্রতিমাসে একটি নির্দিষ্ট দিনে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হবে। তারই অংশ হিসেবে আজ জিমখানা এলাকায় এ কর্মসূচী পালন করা হল। যারা এই কর্মসূচীতে ¯ে^চ্ছায় অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলিতে সিটি কর্পোরেশনের পাশাপাশি এলাকাবাসীর উদ্যোগে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তিনি এই কার্যক্রমের সফলতার জন্য বিভিন্ন এলাকার পঞ্চায়েত কমিটি, যুব কমিটি ও বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, জিমখানা সমাজ উন্নয়ন সংসদের ২৫ জন নারী-পুরুষ সদস্য আজকের এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। উক্ত কমসূচী পর্যবেক্ষনের জন্য র্যা লিবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন, বংশাল যুব কমিটির সভাপতি মো. আশরাফুজ্জামান রোমেল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিরাজদ্দৌলা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠক আউয়াল সরকার, রাইসুল রুশদি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।