র‍্যাব-১১ এর অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ১ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার

474

সময়ের চিন্তা ডট কমঃর্যা ব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃক্সখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যা ব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র্যা ব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ০৫ মে ২০১৯ খ্রিষ্টাব্দে রাত ০০৫০ ঘটিকায় ডিএমপি ঢাকা, মুগদা মানিক নগর এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যা ব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ী মোঃ আবু রায়হান (২৮)কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল­শী করে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত মোঃ (২৮), পিতাঃ মোঃ আবু দায়েন এর বাড়ি নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে ভারগাঁও এলাকায় হলেও সে ডিএমপি, ঢাকার মুগদা মানিক নগর এলাকায় বসবাস করে আসছে। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার চালান অভিনব কায়দা ও সুকৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মাদক ব্যবসার দায়ে বহুবার আইন শৃক্সখলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছে। উল্লেখ্য যে, আবু রায়হান গত ১৯ আগস্ট ২০১৮ তারিখে ইয়াবাসহ র্যা ব এর হাতে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।