সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অন্ধ প্রতিবন্ধির কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে সোনারগাঁ থানার চার কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়ে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর অভিযুক্ত সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনিরসহ এস আই মুক্তার হোসেন, এসআই পঙ্কজ কান্তি সরকার ও ওসির গাড়ী চালক সফিকের বিরুদ্ধে ৩২ হাজার টাকা ঘুষ নেয়ার লিখিত অভিযোগ করেন প্রতিবন্ধি ও ভুক্তভোগী রবিউল আউয়াল রবি।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আমি একজন অন্ধ প্রতিবন্ধি। বিগত ২০০৪ সাল থেকে আমি সোনারগাঁ থানাধীণ কাঁচপুর বিসিক এলাকায় সরকারী খাস সম্পত্তির উপর ঘরবাড়ী তুলে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছি। বিগত ২০ এপ্রিল সোনারগাঁয়ের মোমেন, জামাল, আকতার, হবি, আঞ্জুসহ আরও ৪/৫ জন পরিকল্পিতভাবে ও যোগসাজসে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আমার বাড়ীতে অনাধীকারভাবে প্রবেশ করে এবং এই জায়গায় বসবাস করতে হলে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি তাদের এই দাবীকৃত চাঁদা দিতে অ¯^ীকার করায় সন্ত্রাসীরা আমাকে উচ্ছেদ করার হুমকি প্রদান করে এবং আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে বলে শাঁসায়।
তিনি আরও উল্লেখ করেন, গত ২১ এপ্রিল সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনিরের নিকট অভিযোগ দায়ের করিলে তিনি বলেন, মামলা নিতে হলে কিছু টাকা লাগবে। সে মতে ওসি সাহেব নেয় ১০ হাজার টাকা, এসআই মুক্তার হোসেন নেয় ৯ হাজার টাকা, এসআই পঙ্কজ কান্তি সরকার নেয় ৬ হাজার ও ওসি সাহেবের ড্রাইভার সফিক নেয় ৭ হাজার টাকা। এই টাকা নিয়েও আসামীদের বিরুদ্ধে কোন অভিযোগ গ্রহন করেনি তারা। বরং আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির ঘুষ গ্রহনের কথা অস্বীকার করে জানান, অভিযোগকারী রবি একজন মাদক ব্যবসায়ী। এলাকায় সে ফেন্সি রবি নামে পরিচিত। কিছুদিন আগে তার ছেলেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। রবি যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করে দেখেছে, সে অভিযোগ সত্য নয়। বরং রবি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আর পুলিশ তার কাছ থেকে কোন টাকা গ্রহন করেনি। পুরো ঘটনাটি সাজানো এবং মিথ্যা।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা সভাপতি সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার সংশিলিষ্ঠ কর্তপক্ষ ও নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
সূত্রঃ যুগের চিন্তা ২৪.কম