প্যারিস বাগেত, স্বপ্ন সুপার শপ ও বনফুলকে জরিমানা

681

নিজস্ব প্রতিনিধিঃ শহরের সলিমুল্লাহ সড়কে অবস্থিত প্যারিস বাগেতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্ন মানের উপকরণে খাবার তৈরির অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
৯ই মে বৃহস্পতিবার সকালে নগরীর মিশনপাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম।
এ বিষয়ে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারের অপরাধে প্যারিস বাগেতকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।’ এছাড়া স্বপ্ন সুপার শপকে ৫০ হাজার টাকা ও বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের কর্তৃক বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন আমরা মনিটরিং করছি। আর এ অভিযান রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে।’