শামিম ওসমানের রোগমুক্তি কামনায় দেলোয়ার প্রধাণের দোয়া

474

বন্দর প্রতিনিধিঃ বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণের উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামিম ওসমানের রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা কলাগাছিয়া ইউনিয়নস্থ ১নং ও ২ নং মাদবপাশা,কল্যান্দী,জিওধরা, নয়ানগর সেলসারদী, কান্দিপাড়া,ঘারমোড়া, চুনাভূড়া, নিশং, আলীনগর, ফরাজিকান্দাসহ বিভিন্ন এলাকার মসজিদগুলোতে এমপি শামিম ওসমানের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়৷ জিওধরা জামে মসজিদে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ শাদি।এসময় মোনাজাতে অংশ নেন জিওধরা জামে মসজিদের সভাপতি মোঃশহিদ ভেন্ডার, সাধারণ সম্পাদক মতিউল্লাহ মতি,আসাদ মাষ্টার, নুর মোহাম্মদ, মনির হোসেন,তারিকুল ইসলাম মাষ্টার, প্রমূখ।