নির্বাচনে দায়িত্ব পালন কালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান

451

নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৮/০৫/২০১৯ খ্রিঃ বেলা ১১.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কমিশন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন কালে আহত ও নিহত, ভোট গ্রহন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হেলালুদ্দিন আহমদ, সচিব, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়া। আর্থিক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শমশের উদ্দিন, পিএসসি, বিএসপি, র্যাব-১১, নারায়ণগঞ্জ এবং লেঃ কর্ণেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল আমীন, এসজিপি, পদাতিক, অধিনায়ক নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন(৬২ বিজিবি)। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সকল থানার ইউএনও এবং সহকারী কমিশনার(ভূমি)। উক্ত অনুষ্ঠানে সচিব মহোদয় পোলিং অফিসার মৃত আঃ রব এর স্ত্রী রেহেনা আক্তারকে এককালীন দশ লক্ষ টাকার চেক প্রদান করেন। গত জাতীয় সংসদ নির্বাচনে যারা ঝড়ের কবলে পরে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানাধীন মেঘনা নদীতে নৌকা ডুবিতে মারা যায় তাদের প্রত্যেককে দশ লক্ষ টাকার চেক প্রদান করেন। উল্লেখ্য যে, জেলা পুলিশ নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের টিএসআই এসএম সেলিম হোসেন উক্ত নৌকা ডুবিতে মারা যায়। তার স্ত্রী মোছাঃ শামিমা রহমান সীমা সচিব মহোদয়ের নিকট হতে দশ লক্ষ টাকার চেক প্রদান করেন। যারা আহত হয়েছিলেন তাদের প্রত্যেককে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন নিহিতদের আত্নীয় স্বজনদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের দরজা সব সময় খোলা থাকবে।