সময়ের চিন্তা ডট কমঃ অদ্য ১৮/০৫/২০১৯ খ্রিঃ বেলা ১০.৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও প্রেস ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত “সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)। উক্ত অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাফর ওয়াজেদ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব এডঃ মাহবুবুর রহমান মাসুম। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব শরিফ উদ্দিন সবুজ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হোসেন পন্টি। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। জীবণের ঝুকি নিয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে হয়। সাংবাদিক ভাইয়েরা পেশাদারিত্বের সহিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করিবেন। আশির দশকে স্বাধীনতার স্ব-পক্ষে যারা সাংবাদিকতা করেছেন তাদের অনেকেই আমাদের মাঝে নেই। উদাহরন স্বরুপ বলা যায় সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সরোয়ার এবং প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক শাহ আলমগীর ভাই। আমাদেরকে উক্ত প্রয়াত সাংবাদিকদের নিকট হতে শিখতে হবে। স্বাধীনতা বিরোধীরা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। পরিশেষে পুলিশ সুপার সকলের সহযোগীতা কামনা করে ও ধন্যবাদ দিয়ে তার বক্তব্য শেষ করেন।