স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) সলিমুল হক ও আশিক ইমরানের বিরুদ্ধে গ্রেফতার বানিজ্যের অভিযোগ উঠেছে। অভিযানের নামে অপরাধীদের গ্রেফতার করে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে ছেড়ে দিচ্ছেন তারা। গত শনিবার দারোগাদ্বয় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সংঘবদ্ধ ডাকাতদের হাতে পেয়েও ধরার চেষ্টা না করে আলমগীর নামে এক জুয়াড়িকে গ্রেফতারের পর ৪০ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, গত শনিবার (১৮-০৫-২০১৯ ইং) সন্ধ্যায় ইফতারের পূর্ব মূহুর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেঙ্গাকান্দী এলাকায় অবস্থিত ‘ওয়াই ইউ কে’ স্টীল মিলের পেছনের একটি ঝোপের মধ্যে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা অবস্থান করছে মর্মে জানতে পেরে সেখানে যৌথভাবে অভিযান চালায় সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সলিমুল হক ও আশিক ইমরান। সেখানে তারা দেখতে পায় আন্তঃজেলা ডাকাতদলের ৫/৬জনসহ কয়েকজন মিলে জুয়া খেলছে। এসময় এসআই সলিমুল হক ও আশিক ইমরানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের ধরার চেষ্টা করলে ডাকাতরা পালিয়ে যায়। তবে ডাকাতদের সাথে থাকা স্থানীয় দাইপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জুয়াড়ি আলমগীর (৩০)কে তার একটি মোবাইল ও জুয়া খেলার ১০/১২ হাজার টাকাসহ আটক করেন তারা। পরবর্তিতে এসআই সলিমুল হক ও আশিক ইমরান আটককৃতকে ডাকাতিসহ বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবী করে। পরে রাত সাড়ে ৮টার দিকে সে ৪০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হলেও তার মোবাইল ও জুয়া খেলার টাকা ফেরত দেয়া হয়নি। অপরাধী ধরে ছেড়ে দেয়ার ঘটনায় সোনারগাঁ থানা পুলিশের বিরুদ্ধে এলাকায় নিন্দার ঝড় বইছে।
এ বিষয়ে জানতে চাইলে এসআই সলিমুল হক ও আশিক ইমরান তেমন কোন উত্তর না দিয়ে প্রতিনিধির সাথে দেখা করার কথা বলেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এমন ঘটনা আমার জানা নেই। যদি এমন ঘটনা তারা ঘটায় তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।