সময়ের চিন্তা ডট কমঃ ১৯/০৫/২০১৯ খ্রিঃ বেলা ১১.৩০ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়, নারায়ণগঞ্জ এর সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিরসন কল্পে নারায়ণগঞ্জ জেলার বাস, ট্রাক,কাভার্ড ভ্যান মালিক সমিতি, সড়ক পরিবহন মালিক সমিতি, ব্যবসায়িক মালিক সমিতি, চেম্বার অব কমার্স, বিসিক শিল্প মালিক সমিতি ও বিকেএমই সভাপতি ও সেক্রেটারিদেরসহ কালি বাজারস্থ স্বর্ন ব্যবসায়ি মালিক সমিতিদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাতেম, সভাপতি, বিসিক শিল্প, মালিক সমবায় সমিতি, জনাব খালেদ হায়দার খান কাজল, সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্টাস্ট্রিজ, জনাব এহছানুল হক, পরিচালক, চেম্বার অব কমার্স, জনাব দেলোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ মালিক সমিতি, সিমরাইল, সিদ্ধিরগঞ্জ, জনাব মতিউল্লা মিন্টু সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ মালিক সমিতি, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন বাস-মিনিবাস মালিক সমিতি, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জনাব মোঃ ইব্রাহিম চেঙ্গিস, চেয়ারম্যান, হিমাচল পরিবহন লিঃ সহ উৎসব, বন্ধন ও বিভিন্ন পরিবহনের মালিক সমিতির সভাপতি সহ অন্যান্য নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগন। একটি প্রাণবন্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সঞ্চলনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) সকল ব্যবসায়ী সংগঠনের নেতাদের বক্তব্য এবং সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের বক্তব্য শ্রবণ করেন। ফতুল্লার বাজার বনিক সমিতির সভাপতি মোঃ হোসেন বলেন যে, যানজট নিরসনের জন্য জেলা পুলিশের পাশাপাশি তাদের নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করবেন। তিনি আরো বলেন রেলস্টেশন ও রেল গেটের জন্য যানযট সৃষ্টি হয়। জনাব মোঃ হাতেম, সভাপতি, বিসিক শিল্প, মালিক সমবায় সমিতি, বলেন সকল ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিরসন কল্পে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সার্বিক সহযোগীতা প্রদান করবেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ একটি ব্যস্ততম বাণিজিক শহর প্রতিনিয়ত এখানে হাজার হাজার লোক বিভিন্ন অঞ্চল থেকে আসা-যাওয়া করে। স্থানীয় দোকান মালিক মালিক সমিতির পক্ষ থেকে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে কাজ করছে। এ ক্ষেত্রে আপনাদের সহযোগীতা চাই। পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসেন সম্ভব নয়। পুলিশ ও জনগন একে অপরের সহায়তায় যে কোন পরিস্স্থিতি মোকাবেলা করা সম্ভব। পুলিশ সুপার আরো বলেন, স্বর্ণ ব্যবসায়ী বা দোকান মালিক সমিতির লোকজন টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা পাবেন। পুলিশকে অবহিত করলে পুলিশ মানি স্কট করে নির্ধারিত স্থানে পৌছে দিবে। অনেক সময় বিকাশ এজেন্টের টাকা-পয়সা গুলি করে আহত করে টাকা ছিনতাই করে থাকে দূর্বৃত্তরা। এ ক্ষেত্রে পুলিশ বিকাশ এজেন্টসহ ব্যাংকের টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ করেন। স্বর্ণ দোকান মালিক-সমিতি সভাপতি সহ অন্যান্য ব্যবসায়ীদের সন্ধার পর তাদের নিজস্ব সিকিউরিটি রাখার পরামর্শ দেন। পুলিশ নিয়মিত টহল দিবে এবং হোন্ডা মোবাইল এর ব্যবস্থা থাকবে। সর্বপরি পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানের ন্যায় স্বাভাবিক রাখা ও যানজট নিরসন কল্পে সকলের সহযোগীতা চান। সকলকে ধন্যবাদ দিয়ে তার বক্তব্য শেষ করেন।