স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান কবির হোসেন নামে এক কাঠ মিস্ত্রিকে মারধর করে মারাত্মক আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরমেশ্বর্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাঠ মিস্ত্রি কবির হোসেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহতের ছোট ভাই আওলাদ হোসেন জানান, দীর্ঘ ৫৫ বছর ধরে সরকারের কাছ থেকে লিজ নিয়ে বিরোধকৃত সম্পত্তি আমরা ভোগ দখল করে আসছি। স¤প্রতি নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের লুলোভ দৃষ্টি পড়ে ওই জমির দিকে। চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে আমাদের লিজ বাতিল করে তার আত্মীয় কাউসার তার নিজ নামে লিজ নিয়ে নেয়। অপরদিকে ওই জমির পাশের একটি পুকুরে আমাদের চাষকৃত মাছ ধরে নেয়ার জন্য প্রশাসন আমাদের পক্ষে রায় দেন। তাছাড়া আমরা চেয়ারম্যানের লিজ বাতিলের জন্য আদালতে একটি মামলা দায়ের করেছি। মামলা থাকার পরও চেয়ারম্যানের পালিত সন্ত্রাসী আনোয়ার মেম্বারের নেতৃত্বে আমাদের মাছ ধরে নিয়ে যাচ্ছিল। এদিকে পুলিশ নিয়ে আসার কারনে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নিজ হাতে আমার ভাইকে পিটিয়ে আহত করে।
এবিষয়ে অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি লিজকৃত জমি নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ চলছে। এ ঝগড়া বিবাদ মিমাংসার জন্য একটু শাসন করেছি।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ বিষয়টি মৌখিকভাবে শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।