নিজস্ব প্রতিনিধিঃ বাস সার্ভিসের শুরুতেই প্রতারনা ও যাত্রীদের সাথে অশুভ আচরণ বি আর টি সির কর্মচারীরদের। গত ২২ শে মে চালু হয় ঢাকা নারায়ণগঞ্জ রোডে বি আর টি সি বাস সার্ভিস। মন্ডল পাড়া থেকে ৫৫ টাকা আর চাষাড়া থে ৫০ টাকা ভাড়া নেওয়ার কথা থাকলেও ঢাকা থেকে আসার সময় জালকুড়ি, শিবু মার্কেট, চাষাড়ার যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা ভাড়া নিচ্ছে বি আর টি সির কর্মচারীরা। কিছু জিজ্ঞাসা করলেই অশুভ আচরন করছে বলে জানায় যাত্রীরা।
গুলিস্তান কাউন্টারে কর্মরত কর্মচারীরা তাদের নাম প্রকাশ করতে অনৈচ্ছুক বলে জানা যায়। উক্ত কাউন্টারে টিকেট বিক্রেতার পাশে বসে দুই জন যাত্রীরা কিছু জিজ্ঞাসা করলেই অশুভ আচরন করছে এবং বলছে পারলে নারায়ণগঞ্জ বি আর টি সির ডিপুতে কমপ্লিন জানাতে। এব্যাপারে সাধারন যাত্রীদের অসহায়বোধ করতে দেখা যায়। টিকেটে কোন অভিযোগ নাম্বার নাই বলে ফোন করে অভিযোগ করার কোন ব্যবস্থা নাই বলে জানা যায়।
নারায়নগঞ্জবাসী ও সাধারন যাত্রীরা অসাধু ও সন্ত্রাসী কর্মচারী প্রত্যাহার করার জন্য বি আর টি সির উর্ধোতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।