সময়ের চিন্তা ডট কমঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অফ নারায়ণগঞ্জ.কম এর উদ্যোগে, রোজদার এর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার ২৬ মে বঙ্গবন্ধু সড়ক ডি আই টি করিম মার্কেট, সাউথ চায়না চাইনিজ রেস্টুরেন্টএ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে, অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অফ নারায়ণগঞ্জ.কম ও কিডস্ টিভি ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহম্মেদ ডালিম,এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান উৎসব পরিবহন ও সভাপতি মিন্নত আলী শাহ্ মাজার কমিটি আলহাজ্ব মো. শহিদুল্লা, বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত মো. আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান খসরু, জাতীয় পাটির নেতা আজিজুর রহমান বাদল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. নাজির আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা তাতীলীগ’র সিনিয়র সহ-সভাপতি মুর্শিদ আলম খাঁন, মো. মানিক হোসেন ব্যবসায়ী ও সমাজ সেবক, আলহাজ্ব আইনউদ্দিন বাহার নান্টু ব্যবসায়ী ও সমাজ সেবক, সরকারী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোর্শেদ আলম, এডভোকেট আলী আকবর,এডভোকেট মাহাবুব, দৈনিক রুদ্রবার্তা সম্পাদক শাহআলম তালুকদার, সময়ের চিন্তার সম্পাদক সুলতান মাহমুদ, মো.হাবিবুর রহমান যুগের চিন্তা আইটি সেকশনে প্রকৌশলী ও সাংবাদিক, আক্তার হোসেন সাংবাদিক দৈনিক রুদ্রবার্তা, মো. রুহুল, ডিএসবি আরিফ, সিটিএসবি মো.বিল্লাল, সিরাজুল ইসলাম আকন সাংবাদিক দৈনিক রুদ্রবার্তা, জেমস লিউ, আব্দুল হালিম ও দৈনিক সংবাদ চর্চার সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী, ব্যবসায়ী, কর্মজীবী ও সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গের ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
দোয়া ও ইফতার মাহফিল সার্বিক সহযোগিতা ও অতিথিদের অভ্যর্থনায় ছিলেন, অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অফ নারায়ণগঞ্জ.কম এর প্রধান উপদেষ্টা, পরিচালক উৎসব পরিবহন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সঞ্চয় রহমান ও সাংবাদিক জুম্মন সোহেল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম ( পিপিএম ) এর অনউপস্হিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এসপি স্যার আমাকে কল করেছেন তাই উপস্থিত হতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত ও দুঃখ প্রকাশ করছি। তার তার পরিবর্তে সদর থানা উপ পরিদর্শক মো. ছাব্বির আহম্মেদ উপস্হিত হন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন,
মাসদাইর জামে মসজিদের ইমাম মাওলানা বদর শাহ্।