ভুমিদস্যু শাহজালালের খুঁটির জোর কোথায়, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে নদী ভরাট

608

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য দিবালোকে ড্রেজার দিয়ে চলছে মেঘনা ও এর শাখা নদী ভরাটের লীলাখেলা। গত এক সপ্তাহ ধরে মেঘনা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডবিল্ডিউটিএ। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

গত ২৭ এপ্রিল আল-মোস্তাফা গ্রুপের বিরুদ্ধে মেঘনা নদী দখল করে স্থাপনা নির্মানের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে, গত ২০ মে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালিয়ে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীর দখল করে গড়ে ওঠা আল-মোস্তফা গ্রুপের বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয়। এছাড়াও গত চার দিনে বিআইডব্লিউটিএ এর উচ্ছেদ অভিযানে আরও কয়েকটি বড় শিল্প-কারখানার সীমানা প্রাচীর ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে ও পরে মেঘনা নদীর দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভুমিদস্যু শাহজালালের নেতৃত্বে কমপক্ষে ৫০-৬০ জন সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী হাতে দেশীয় তৈরী অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল হাতে পাহারা বসিয়ে মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্রের পাশে চর রমজান সোনাউল্লাহ মৌজায় মেঘনা নদী ও এর শাখা নদী ভরাট শুরু করে দিয়েছে। সোমবার সকাল থেকে পাঁচটি ড্রেজার দিয়ে বালু ভরাট করছে। এভাবে মেঘনা নদী ও এর শাখা নদীর মুখ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধিগ্রহণ করা জায়গা এবং খাস জমি ভরাট করে দখল করে নেয়া হচ্ছে।

এছাড়াও একদিকে মেঘনা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডবিল্ডিউটিএ। অপরদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য দিবালোকে ড্রেজার দিয়ে চলছে মেঘনা ও এর শাখা নদী ভরাট। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরবেতাকি এলাকায় পাওয়ার স্ট্রেশন নির্মাণের নামে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার চররমজান সোনাউল্লাহ মৌজার সরকারী জমিতে বালু ভরাটের অভিযোগ উঠেছে আনলিমা পেট্রোলিয়াম নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

জানা গেছে, প্রতিষ্ঠানটি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরবেতাগি এলাকায় পাওয়ার স্টেশন নির্মাণের জন্য সরকারের কাছ থেকে জমি লিজ পায় আনলিমা পেট্রোলিয়াম লিমিটেড। তারা লিজকৃত জমিতে গজারিয়ার চরবেতাগিতে বালু ভরাট না করে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার চররমজান সোনাউল্লাহ মৌজার সরকারী ১৩ একর জমিতে বালু ভরাট করছে। প্রতিষ্ঠানটির পক্ষে মেসার্স শাহজালাল ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারী জমিতে বালু ভরাটের কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, স্থানীয় প্রভাবশালী ফার্নিচার ব্যবসায়ী ও ভুমিদস্যু শাহজালাল তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে চর দখলের মতো নদী ও সরকারি সম্পত্তি দখল করে নিচ্ছে।

গ্রামবাসী এই প্রতিবেদককে বলেন, এমন দিন-দুপুরে নদী দখলের সাহস তারা পায় কোথায়? যেভাবে দখল শুরু করেছে তাতে মনে হচ্ছে, নদীর মুখ একেবারেই বন্ধ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমি ও খাস জমিসহ ৪০ বিঘা জমি দখল হয়ে যাবে।

এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজালাল বলেন, আমি একটি কারখানার পক্ষে বালু ভরাট করছি। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, নদীর তীরের জায়গাসহ সরকারি সম্পত্তি তারা লিজ নিয়েছে। কারখানার কর্মকর্তারা যেখানে বালু ভরাট করতে নির্দেশ দিয়েছেন, আমরা সেখানেই বালু ভরাট করছি। কালু ভরাট করার সময় নদী দখল হলে তা কারখানা কর্তৃপক্ষ সরকারের সঙ্গে বোঝাপড়া করবে।

বিআইডবিল্ডিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহ বলেন, আমাদের অভিযানের মধ্যেই ড্রেজার দিয়ে বালু ভরাট করে নদী দখল করছে বলে অভিযোগ পেয়েছি। ওই স্থানে অভিযান চালানো হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বলেন, নদী ও সরকারি জায়গা দখল করার অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে সহকারী কমিশনারকে (ভূমি) পুলিশসহ পাঠিয়েছি। অভিযানের খবর পেয়ে দখলদাররা পালিয়ে গেছে। যেসব ড্রেজার দিয়ে বালু ভরাট করছে, সেগুলো জব্দ করা হবে।