নিজস্ব প্রতিনিধিঃর্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব শুরু থেকে যে কোন ধরনের অপরাধ, প্রতারনা মূলক অপরাধ প্রতিরোধ এবং প্রতারক চক্রকে সনাক্ত ও গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এর পাশাপাশি অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নকল প্রসাধনী এবং অন্যান্য সামগ্রীর বির“দ্ধে র্যা ব সব সময় সোচ্চার। অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত করণের সাথে সম্পৃক্তদের প্রায়শই র্যা বের নিয়মিত অভিযানের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৮ মে ২০১৯ তারিখ ১১৩০ ঘটিকা হতে ১৬০০ ঘটিকা পর্যন্ত র্যা ব-১১ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক ও বাঘমারা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় মৃধা ফুড প্রোডাক্ট এ অননুমোদিত উৎপাদিত ২৭০ কার্টুন নিম্নমানের নুডুলস জব্দ পূর্বক ধ্বংস করা হয়।
র্যাব-১১ কর্তৃক পরিচালিত অভিযানে উক্ত ৩টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন ভাবে খাদ্য উৎপাদন করে বিএসটিআই এর প্যাকেটে লোগো ছাপিয়ে বাজারজাত করা, উৎপাদিত খাদ্য ও পানীয় নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষন না করা, গুনগত মান পরিবর্তন করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করা এবং বিএসটিআই এর নীতিমালা লক্সঘন করে খাদ্য উৎপাদন করার বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে বিধায় র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আকতার“জ্জামান অপরাধগুলো আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও বিএসটিআই আইন ২০১৮ এ দোষী সাব্যস্ত করে, ১। স্পার্ক ফুড প্রোডাক্টকে ৬ লক্ষ টাকা, ২। মৃধা ফুড প্রোডাক্টকে ২ লক্ষ টাকা এবং ৩। নুর ফুড প্রোডাক্টকে ৬ লক্ষসহ সর্বমোট ১৪ লক্ষ টাকা জরিমানা করেন। পরবর্তীতে মৃধা ফুড প্রোডাক্টকে সীলগালা করে দেওয়া হয়।
অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত করনের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
Home
আইন ও অপরাধ র্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নারায়ণগঞ্জে অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে...